চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আইএসআইএস-খাওয়ারিজ সিরিয়ার ‘দেইর আল যুর’ প্রদেশে একজন সাধারণ বেসামরিক লোকের বাড়িতে হাতবোমার সাহায্যে হামলা চালায়।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে যে, ঘটনাটি ঘটেছে দেইর আল যুরের পূর্বে জিবান গ্রামে। যে বাড়ির মালিককে টার্গেট করা হয়েছিল তার একটি মোবাইল ফোনের দোকান আছে এবং আইএসআইএস তার কাছে চাঁদা দাবি করেছিল।
উল্লেখ্য, সিরিয়ার দেইর আল যুর হলো সেই এলাকা— যেখানে দাঈশ জিহাদে সহযোগিতা ও যাকাতের নামে জনগণের কাছ থেকে চাঁদা আদায় করে এবং টাকা না দিলে সেই লোকেদের ও তাদের বাড়িতে হামলা চালায়।