ইরাকের সালাহুদ্দীন প্রদেশের আইএসআইএস গভর্নর বিমান হামলায় নিহত হয়েছে

আল মিরসাদ নিউজ ডেস্ক

#image_title

ইরাকের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে যে, সালাহুদ্দীন প্রদেশের আইএসআইএস গভর্নর বিমান হামলায় নিহত হয়েছে।

উল্লিখিত সংস্থাটি ইরাকি জয়েন্ট অপারেশন কমান্ডের বরাত দিয়ে লিখেছে— গত সোমবার সালাহুদ্দীন প্রদেশের আল আইস এলাকায় বিমান হামলায় চারজন নিহত হয়; যাদের একজন আবু উমার আল কুরাইশি, যে দাঈশের পক্ষ থেকে সালাহুদ্দীন প্রদেশের গভর্নর নিযুক্ত হয়েছিল।

মনে রাখা উচিত ইরাক এক সময় দাঈশী ফিতনা ও বিদ্রোহের উৎস এবং কেন্দ্র ছিল, কিন্তু এখন ইরাকের আইএসআইএস গুপ্তচরে পূর্ণ বলে আইএসআইএসেরই কিছু সূত্র বারবার দাবি করে আসছে। তাদের নিজেদের মধ্যে মতপার্থক্যও চরমে পৌঁছেছে।

Exit mobile version