ইদলিবে নয় দাঈশি জীবিত গ্রেফতার

আল মিরসাদ নিউজ ডেস্ক

সিরিয়ার নিরাপত্তা সংস্থাগুলো জানিয়েছে, তারা ইদলিব প্রদেশে দাঈশ সদস্যদের এক গোপন আস্তানায় অভিযান চালিয়ে সন্ত্রাসী গোষ্ঠীটির একটি গুরুত্বপূর্ণ নেটওয়ার্ক সম্পূর্ণভাবে ধ্বংস করেছে এবং এর নয়জন সদস্যকে জীবিত গ্রেফতার করেছে।

৭ আগস্ট সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইদলিবের হারিম এলাকায় পরিচালিত এ অভিযানে সেই দাঈশ চক্রটি ধরা পড়ে, যারা পাঁচজন ইরাকির হত্যাকাণ্ডে জড়িত ছিল এবং আরও নাশকতামূলক তৎপরতার পরিকল্পনা করছিল।

বিবৃতিতে আরও বলা হয়, ওই আস্তানা থেকে অস্ত্রশস্ত্র, বিস্ফোরক জ্যাকেট, মর্টারের গোলা, স্থলমাইন, গানপাউডার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সরঞ্জাম ও যন্ত্রপাতি জব্দ করা হয়েছে।

উল্লেখযোগ্য যে, বাশশার আল-আসাদ সরকারের পতনের পর দাঈশ সিরিয়ার নতুন সরকারের বিরুদ্ধে যুদ্ধের পরিসর বাড়ানোর প্রচেষ্টা জোরদার করেছে। তবে সাম্প্রতিক গ্রেফতার ও অভিযান প্রমাণ দিচ্ছে—নতুন প্রশাসন তাদের বিরুদ্ধে সজাগ রয়েছে এবং এই বিকৃতমস্তিষ্ক ও রক্তপিপাসু গোষ্ঠীকে সিরিয়াকে পুনরায় যুদ্ধক্ষেত্রে পরিণত করতে দেবে না।

Exit mobile version