ইসলামী ইমারাতের উত্তরাঞ্চলে বিদ্রোহীদের বিরুদ্ধে সফল অভিযান

আল মিরসাদ নিউজ ডেস্ক

আল্লাহ সর্বশক্তিমানের অপার অনুগ্রহে বেলুচিস্তানে আইএসআইএসের খোরাসান শাখার (IS-K) প্রত্যক্ষ নির্দেশনায় পরিচালিত এক সন্ত্রাসী নেটওয়ার্কে— (যারা দেশের উত্তর-পূর্বাঞ্চলে ধ্বংসাত্মক কার্যক্রম সংঘটিত করে আসছিল) সম্পূর্ণরূপে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। ইসলামী ইমারতের বিশেষ বাহিনীর সুচিন্তিত ও সুসংগঠিত অভিযানের মাধ্যমে এই নেটওয়ার্কের সকল সদস্যকে পাকড়াও করা হয়ে।

আল মিরসাদ নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানতে পেরেছে যে, গত তিন দিন ধরে তাখার, কুন্দুজ, বাগলান এবং সমাঙ্গান প্রদেশে এই নেটওয়ার্কের বিরুদ্ধে বিস্তৃত সামরিক অভিযান পরিচালিত হয়েছে।

এই অভিযানে নেটওয়ার্কের সর্বস্তরের সদস্যদের আটক করা হয়েছে এবং ইসলামী ইমারতের বিশেষ বাহিনী বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র, গোলাবারুদ, হাতবোমা ও ধ্বংসাত্মক বিস্ফোরকদ্রব্য জব্দ করেছে।

এই নেটওয়ার্কের সাম্প্রতিকতম ঘৃণ্য অপকর্ম ছিল তাখার প্রদেশের দাশতে কালা জেলায়, যেখানে তারা পরিকল্পিতভাবে এক চীনা নাগরিককে হত্যা করেছিল। এর পূর্বে বাগলান প্রদেশের নাহরিন জেলায় এই দলটি এক মসজিদে জিকিরে মশগুল মুসল্লিদের ওপর অতর্কিত হামলা চালিয়ে এক হৃদয়বিদারক হত্যাযজ্ঞ সংঘটিত করেছিল, যেখানে দশের অধিক নিরপরাধ প্রাণ মুহুর্তে ঝরে যায়।

এছাড়াও এই নেটওয়ার্ক বাগলান প্রদেশের বিভিন্ন স্থানে উলামা ও সমাজের খ্যাতিমান ব্যক্তিত্বদের নির্মমভাবে হত্যা করেছে। গ্রেফতারকৃত সকল অপরাধী নিজের অপকর্মের কথা অকপটে স্বীকার করেছে।

এটি গভীরভাবে লক্ষণীয় যে, এই সন্ত্রাসী নেটওয়ার্কের কার্যক্রম ছিল বেলুচিস্তানে আইএসআইএসের খোরাসান শাখার (IS-K) এক সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ, যা নির্দিষ্ট কিছু গোয়েন্দা সংস্থার সক্রিয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত হচ্ছিল। এই ষড়যন্ত্রের অন্তর্নিহিত অভিপ্রায় ছিল উত্তর আফগানিস্তানে অস্থিতিশীলতা সৃষ্টির মাধ্যমে নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করা, রাষ্ট্রের স্থিতিশীলতা বিনষ্ট করা এবং প্রতিবেশী দেশগুলোর মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে দেওয়া।

এছাড়া, আইএসআইএসের খোরাসান শাখা বেলুচিস্তানে গোপন অপারেশনাল কেন্দ্র ও সামরিক প্রশিক্ষণ শিবির প্রতিষ্ঠা করেছে, যেখানে ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশ থেকে লোকদের সংগ্রহ করে সামরিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যদি এই নাশকতামূলক কার্যক্রম অব্যাহত থাকে, তবে বিশ্বের অন্যান্য দেশেও ভয়াবহ হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহে, ইসলামী ইমারতের বিশেষ বাহিনী তাখার প্রদেশে এই সশস্ত্র অপরাধী চক্রের গুরুত্বপূর্ণ সদস্যদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে, যারা অপহরণ, স্বর্ণ ব্যবসায়ীদের উপর হামলা এবং অর্থ বিনিময়কারীদের উপর সশস্ত্র আক্রমণের সাথে জড়িত ছিল।

এই চক্রটি এক স্বর্ণ ব্যবসায়ী, এক মানি এক্সচেঞ্জার এবং এক অপহৃত শিশুর ছোট ভাইকে নির্মমভাবে হত্যা করেছিল।

আল মিরসাদ সূত্র অনুযায়ী, এই অপরাধী চক্রের পেছনে কিছু গোপন শক্তি সক্রিয় ছিল, যারা আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতিকে সংকটাপন্ন করে তোলার পাশাপাশি উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির পথকে প্রতিহত করার অপচেষ্টা চালাচ্ছিল। আটককৃত অপরাধীরা তাদের জঘন্য অপকর্ম অকপটে স্বীকার করেছে।

এই দুই সন্ত্রাসী ও অপরাধী চক্র দীর্ঘমেয়াদী ধ্বংসাত্মক কার্যক্রম পরিকল্পনা করেছিল, যা সংঘটিত হলে রাষ্ট্রব্যবস্থার ভারসাম্য নষ্ট হতো। তবে, আল্লাহর অসীম কৃপায় এবং ইসলামী ইমারতের বিশেষ বাহিনীর অদম্য প্রচেষ্টায়, তাদের এই অভিসন্ধি ধূলিসাৎ করে দেওয়া হয়েছে এবং পরিকল্পিত বিপর্যয় রুখে দেওয়া সম্ভব হয়েছে।

Exit mobile version