আইএস খলিফার প্রত্যক্ষ আদেশে, এক উচ্চপর্যায়ের প্রতিনিধি দল পাকিস্তানে অবস্থানরত তাদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে মিলিত হয়েছে।
আল মিরসাদকে সূত্রগুলো অবহিত করেছে যে, সিরিয়া ও ইরাক থেকে আগত আইএসের এক বিশেষ প্রতিনিধি দল কথিত খলিফা আবদুল কাদির মুমিনের দিকনির্দেশনায় পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে গমন করে এবং সেখানে আইএস-খোরাসানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা সম্পন্ন করে।
সূত্র মতে, এই সফরের অন্তর্নিহিত লক্ষ্য ছিল খোরাসান শাখার কার্যক্রমকে আঞ্চলিক ও বৈশ্বিক পরিসরে সুসংগঠিতভাবে সম্প্রসারিত করা এবং সেই অভীষ্ট সাধনের জন্য প্রয়োজনীয় রসদ ও সহায়তা নিশ্চিত করা।
উল্লেখ্য যে, আইএসের কেন্দ্রীয় নেতৃত্বের দৃষ্টিতে খোরাসান শাখার ভূমিকাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয় এবং সাম্প্রতিক এই উচ্চপর্যায়ের বৈঠক ও তদ্সংশ্লিষ্ট নির্দেশনাসমূহ স্পষ্টতই প্রতীয়মান করে যে, আইএস তাদের কৌশলগত কর্মকাণ্ড বালুচিস্তানকে কেন্দ্র করে আরও সুসংবদ্ধ করে বৈশ্বিক পরিসরে বিস্তৃত করার পরিকল্পনা বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে।