গতরাতে পাকতিয়া ও খোস্ত প্রদেশে ইসলামী ইমারাত আফগানিস্তানের সীমান্তরক্ষী বাহিনী ডুরান্ড লাইনের বরাবর পাকিস্তানি শাসকগোষ্ঠীর সেনা পোস্টগুলোতে অত্যন্ত নিখুঁত অভিযান পরিচালনা করেছে।
সূত্রগুলো আল মিরসাদকে জানিয়েছে যে, এই হামলাগুলো পরিচালিত হয়েছে পাকতিয়ার ডাণ্ড পাটান জেলার দিক থেকে ডুরান্ড লাইনের ওপারের ডাবগাই এলাকায় এবং খোস্তের আলিশের জেলার দিক থেকে ডুরান্ড লাইনের ওপারের ওজগুড়ি এলাকায়। বেশ কয়েকটি স্থানে ভোর পর্যন্ত আগুন জ্বলতে দেখা গেছে।
পাকিস্তানি শাসকগোষ্ঠী এখনও তাদের ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে, সূত্রের তথ্য এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিগুলোর ভিত্তিতে বলা যায় যে, পাকিস্তানি সেনা ও তাদের ঘাঁটিগুলো বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে।