রুশ রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে শুক্রবার জানানো হয়েছে যে, মস্কোতে দাঈশের একটি হামলার পরিকল্পনা সফলভাবে নস্যাৎ করা হয়েছে।
টিএএসএস সংবাদ সংস্থার বরাত দিয়ে গোয়েন্দা সূত্র জানিয়েছে, মধ্য এশিয়ার আইএস-সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি মস্কোর রুশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি কার্যালয়ে হামলার পরিকল্পনা করেছিল। তবে তাদের ষড়যন্ত্র আগেভাগেই উদ্ঘাটন করা হয় এবং একটি সন্ত্রাসবিরোধী অভিযানের মাধ্যমে তাদের কার্যক্রম থামিয়ে দেয়া হয়।
প্রতিবেদন অনুসারে, সন্দেহভাজনরা একটি গাড়ি সংগ্রহ করে তা প্রোপেন গ্যাস সিলিন্ডার দিয়ে সাজিয়ে একটি অস্থায়ী বিস্ফোরক যন্ত্র তৈরি করার পরিকল্পনা করেছিল।
রুশ কর্তৃপক্ষ অভিযানে নিহত সন্দেহভাজনদের সুনির্দিষ্ট পরিচয় প্রকাশ করেনি। তবে বিশেষজ্ঞরা ধারণা করছেন, তারা তাজিক নাগরিক হতে পারে। অতীতের ঘটনাবলিতে দেখা গেছে, রাশিয়া ও বিশ্বের অন্যান্য অঞ্চলে হামলায় আইএস প্রায়ই তাজিক নাগরিকদের ব্যবহার করে থাকে।
উল্লেখ্য যে, রাশিয়া ও পশ্চিমা বিশ্বের পাশাপাশি আফগানিস্তান ও পার্শ্ববর্তী অঞ্চলে হামলার সঙ্গে জড়িত অনেক আইএস যোদ্ধার জাতীয়তা তাজিক। বিভিন্ন সূত্র থেকে জানা যায়, সাম্প্রতিক বছরগুলোতে তাজিক নাগরিকরা সাধারণত প্রথমে তুরস্ক হয়ে পাকিস্তানে পৌঁছায়, যেখানে তারা সন্ত্রাসী প্রশিক্ষণ গ্রহণ করে। এরপর তাদের আফগানিস্তান এবং আশপাশের এলাকাগুলোতে মোতায়েন করা হয়।