মাগরিবুল ইসলাম ও পশ্চিম আফ্রিকায় সক্রিয় আল কায়েদার জিহাদি শাখা বুরকিনা ফাসোতে দাঈশপন্থীদের উপর হামলা চালিয়েছে।
৮ জুলাই জামাআতু নুসরাতিল ইসলামি ওয়াল মুসলিমীনের প্রচারমাধ্যম আয-যল্লাকাহ জানায় যে, বুরকিনা ফাসোর দুরি প্রদেশের বানবোফা অঞ্চলে তারা দাঈশি খারেজিদের একটি দলের উপর হামলা চালিয়ে তাদের জানমালের ক্ষতি সাধন করেছে।
এর আগেও আল কায়েদা বুরকিনা ফাসোতে দাঈশপন্থীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে তাদের মারাত্মক প্রাণহানি ঘটিয়েছিল।