পশ্চিম আফ্রিকা ও সাহেল অঞ্চলে আল কায়েদার স্থানীয় শাখা এক বিবৃতিতে জানিয়েছে, তারা একাধিক অপারেশনের মাধ্যমে আইএসআইএসের দুইজন সদস্যকে নির্মূল করেছে।
জামাআতু নুসরাতিল ইসলামি ওয়াল মুসলিমীন (JNIM)–এর মিডিয়া আউটলেট আয-যাল্লাকা সোমবার (৯ ডিসেম্বর) জানায় যে, সংগঠনটি বুরকিনা ফাসোর ডোরি শহরের দাদিল এলাকায় সংঘর্ষে দুইজন আইএসআইএস যোদ্ধাকে নির্মূল করেছে।
বিবৃতিতে বলা হয়, সংঘর্ষে ওই দুই আইএসআইএস সদস্য নিহত হয় এবং সংগঠনটি অস্ত্র এবং চারটি মোটরসাইকেল জব্দ করে।
উল্লেখযোগ্য যে, জামাআতু নুসরাতিল ইসলামি ওয়াল মুসলিমিন পশ্চিম আফ্রিকা (মালি, বুরকিনা ফাসো, এবং নিঝের) ও সাহেল অঞ্চলে আল কায়েদার একটি সক্রিয় শাখা, যা “আল কায়েদা ইন দ্য ইসলামিক ম্যাগরেব” (AQIM) এর ছায়াতলে কাজ করে। তবে আফগানিস্তানের মতো আইএসআইএস পশ্চিম আফ্রিকা এবং সাহেল অঞ্চলে আল কায়েদার জন্য একটি বড় প্রতিপক্ষ এবং প্রতিবন্ধকতা হিসেবে আবির্ভূত হয়েছে।