আজকের সংবাদ সম্মেলনে ইসলামী ইমারত আফগানিস্তানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, “বিশ্বস্ত গোয়েন্দা তথ্যানুসারে, আইএসআইএস-খোরাসানের নেতা শাহাব আল-মুহাজির এবং তার ঘনিষ্ঠ সহযোগী আবদুল হাকিম তাওহিদি, সুলতান আযিয আযযাম ও আইএসআইএসের কেন্দ্রীয় শাখার সঙ্গে যোগাযোগ রক্ষক এবং ‘মাকতাবে সাদিক’-এর তত্ত্বাবধায়ক সালাহুদ্দিন রজব—তারা বর্তমানে পাকিস্তানের অভ্যন্তরে আত্মগোপনে রয়েছে।
মুজাহিদ পাকিস্তান সরকারকে আহ্বান জানান যে, তারা যেন এসব আইএসআইএস নেতাদেরকে ইসলামী ইমারতের হাতে হস্তান্তর করে বা অন্তত নিজেদের ভূখণ্ড থেকে বহিষ্কার করে; কেননা, এটাই তাদের দায়িত্ব পালনের প্রমাণ হবে।