মুজাহিদ: পাকিস্তানে ইউরোপীয় নাগরিকদের প্রশিক্ষণ দিচ্ছে আইএসআইএস, ইসলামী ইমারাতের সতর্কবার্তা

রবিবার এক সংবাদ সম্মেলনে ইসলামী ইমারাতের (IEA) মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন যে, চলতি বছরের ফেব্রুয়ারিতে মস্তুঙে আইএসআইএসের কেন্দ্রগুলোর ওপর পরিচালিত অভিযানের পর সেখানে ইউরোপীয় নাগরিকদের পাসপোর্ট উদ্ধার করা হয়েছে।

মুজাহিদ বলেন, মস্তুঙের ঐ কেন্দ্রগুলো থেকে ইউরোপীয় পাসপোর্ট উদ্ধার হওয়া প্রমাণ করে যে ইউরোপীয় নাগরিকদের করাচি ও ইসলামাবাদ বিমানবন্দর হয়ে ঐসব আইএসআইএস প্রশিক্ষণকেন্দ্রে আনা হয়েছিল। তিনি আরও জানান, তাজিক নাগরিকদের সম্পৃক্ততা ফাঁস হয়ে যাওয়ার পর সংগঠনটি এখন ঐ ইউরোপীয়দের পশ্চিমা দেশগুলোতে হামলার জন্য ব্যবহার করার পরিকল্পনা করছে।

Exit mobile version