সিরিয়ার গোয়েন্দা সংস্থা সেই দাঈশ কমান্ডারকে আটক করেছে, যে আবু মারিয়া আল-কাহতানি রহ.–এর শাহাদাতের পেছনে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত ছিল এবং সাইয়্যিদা যায়নাব রদি.–এর কবরে ব্যর্থ হামলার পরিকল্পনা করেছিল।
সিরিয়ার সরকারি সংস্থা তাদের গোয়েন্দা বিভাগের সূত্র উল্লেখ করে জানিয়েছে যে, আবুল হারিস আল-ইরাকি দাঈশের ইরাক শাখার গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিল এবং হামলার জন্য সরঞ্জাম সরবরাহ ও সামরিক প্রস্তুতির দায়িত্বও পালন করেছে।
সানা সংস্থা তাদের সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে, আল-ইরাকি সিরিয়ায় সংঘটিত বহু হামলায় জড়িত ছিল এবং সেই হামলাতেও তার হাত ছিল, যেখানে শামের জিহাদের অন্যতম শীর্ষস্থানীয় কমান্ডার আবু মারিয়া আল-কাহতানি (মাইসারা আল-জিবোরি) শাহাদাত বরণ করেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, যে দলটি গত মাস ধরে দামেস্কে সাইয়্যিদা যায়নাবের কবরে হামলার পরিকল্পনা করেছিল, তারা আবুল হারিস আল-ইরাকির অধীনে কাজ করত। তবে, হামলা বাস্তবায়নের আগেই তাদের আটক করা হয়।
উল্লেখ্য যে, দাঈশ বাহিনী বাশশার আল-আসাদের সরকার পতনের পর ঘোষণা করেছিল যে, তারা নতুন শাসক ব্যবস্থার বিরুদ্ধে তাদের লড়াই চালিয়ে যাবে। তবে সাম্প্রতিক গ্রেফতারগুলোর মাধ্যমে এটা স্পষ্ট হচ্ছে যে, সিরিয়ার নতুন সরকার তাদের হুমকিকে গুরুত্বের সঙ্গে মোকাবিলা করছে এবং সিরিয়ার জনগণকে পূর্বের ন্যায় এই নৃশংস গোষ্ঠীর বর্বর হত্যাকাণ্ডের শিকার হতে দেবে না।