বুরকিনা ফাসোতে আল কায়েদার মুজাহিদীনদের সম্প্রতি একটি অভিযানে দুই আইএসআইএস সদস্য নিহত হয় এবং একজনকে জীবিত আটক করা হয়।
জামাআতু নুসরাতিল ইসলামি ওয়াল মুসলিমীন (জেএনআইএম)–এর মিডিয়া প্ল্যাটফর্ম আয-যাল্লাকা জানিয়েছে যে, গত মঙ্গলবার ডোরি প্রদেশে আইএস যোদ্ধাদের ওপর হামলা চালায় আল কায়েদার মুজাহিদীন। এর ফলে দুই আইএস সদস্য নিহত হয় এবং একজনকে জীবিত ধরা হয়।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, আইএস যোদ্ধাদের কাছ থেকে তিনটি মোটরসাইকেল, তিনটি কালাশনিকভ রাইফেল এবং অন্যান্য বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।