ইসলামী ইমারত আফগানিস্তানের (IEA) নিরাপত্তা বাহিনী বাঘলান প্রদেশে গত মাসে আইএস কর্তৃক শহীদ হওয়া এক মুজাহিদের শাহাদাতের প্রতিশোধ গ্রহণ করেছে এবং সংশ্লিষ্ট আইএসকেপি সন্ত্রাসীদের নির্মূল করেছে।
নিরাপত্তা বাহিনীর সূত্র আল মিরসাদকে জানিয়েছে যে, বাঘলানের নাহরিন জেলায় বিশেষ বাহিনীর এক অভিযানে ওই আইএস যোদ্ধাদের নির্মূল করা হয়েছে, যারা ১৭ই রজবে এক মুজাহিদকে শহীদ করে তার অস্ত্র নিয়ে গিয়েছিল। শহীদ মুজাহিদ আহমাদ জাবিদ (সীরাত) ইসলামী ইমারতের সেনাবাহিনীর একজন সদস্য ছিলেন।
এছাড়াও নিরাপত্তা বাহিনী শহীদের অস্ত্র উদ্ধার করেছে, যা আইএস যোদ্ধারা নিয়ে গিয়ে তাদের অফিসিয়াল ম্যাগাজিন আন-নাবা’র ৪৭৯তম সংখ্যায় প্রদর্শন করেছিল।
এর আগে চলতি শা‘বান মাসের শুরুতে ইসলামী ইমারতের গোয়েন্দা বাহিনী আফগানিস্তানের উত্তরে আইএসের বিরুদ্ধে ব্যাপক অভিযান পরিচালনা করে। এতে তাকহার, বাঘলান, কুন্দুজ ও সামাঙ্গান প্রদেশে সক্রিয় একটি আইএস নেটওয়ার্ক ধ্বংস করা হয়। এই নেটওয়ার্কটি বেলুচিস্তানে থাকা তাদের নেতৃত্বের নির্দেশে নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। একই সঙ্গে এই অভিযানে নাহরিন, বাঘলানে নিরীহ মুসল্লিদের শাহাদাতের জন্য দায়ী আইএস সদস্যদেরও চূড়ান্ত পরিণতির সম্মুখীন করা হয়।
আইএস-খারিজিদের বিরুদ্ধে এই কঠোর পদক্ষেপ ইসলামী ইমারতের ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার ও মুজাহিদদের এবং সাধারণ নাগরিকদের হত্যার প্রতিশোধ গ্রহণের দৃঢ় সংকল্প প্রকাশ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলার সাহায্যে ইসলামী ইমারত সর্বদা ন্যায়বিচার নিশ্চিত করতে অটল থাকবে।