আফ্রিকায় আল কায়েদার স্থানীয় শাখা বুরকিনা ফাসোতে অভিযান পরিচালনার মাধ্যমে চারজন আইএস সদস্যকে নির্মূল করতে সক্ষম হয়েছে।
জামাআতু নুসরাতিল ইসলামি ওয়াল মুসলিমীন (JNIM)–এর মিডিয়া প্ল্যাটফর্ম ‘আয-যাল্লাকা’ গত রোববার এক বিবৃতিতে জানিয়েছে, তাদের যোদ্ধারা শনিবার, ২৮ ডিসেম্বর, বুরকিনা ফাসোর উদালান প্রদেশে আইএস সন্ত্রাসীদের ওপর হামলা চালায়, যার ফলে চারজন আইএস সদস্য নিহত হয়।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়— নিহত আইএস সদস্যদের কাছ থেকে একটি ডিএসএইচকে মেশিনগান, দুটি কালাশনিকভ রাইফেল, মোবাইল ফোন এবং বিভিন্ন সরঞ্জামসহ অস্ত্রশস্ত্র জব্দ করা হয়। এছাড়াও তাদের যানবাহন পুড়িয়ে দেয়া হয়েছে।
উল্লেখ্য, জেএনআইএম পশ্চিম আফ্রিকায় আল কায়েদার সক্রিয় একটি শাখা; যা মালি, বুরকিনা ফাসো এবং নাইজারে ‘আল কায়েদা ইন দ্য ইসলামিক মাগরিব’–এর অধীনে কার্যক্রম পরিচালনা করে।