আইএসআইএস-খাওয়ারিজের দুই প্রধান সদস্য কুনারে নিহত হয়েছে

আল মিরসাদ নিউজ ডেস্ক

#image_title

আল মিরসাদের একটি সূত্র জানিয়েছে যে, গত পরশু কুনারের মানোগি জেলায় আফগানিস্তান ইসলামি ইমারাতের নিরাপত্তা বাহিনীর অভিযানে দুই গুরুত্বপূর্ণ আইএসআইএস সদস্য নিহত হয়েছে।

এক গোপন সূত্র আল মিরসাদকে জানিয়েছে, গত পরশু রাতে কুনারে মানোগি জেলার শোরাক এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছিল, যার ফলস্বরূপ খারিজী গ্রুপের দুই প্রধান সদস্য নিহত হয়। তাদের কাছ থেকে দুটি বন্দুক, গুলি, গ্রেনেড ও মাইন উদ্ধার করা হয়েছে।

সূত্রমতে এই দুই ব্যক্তির মধ্যে একজন পাকিস্তানি, যে চলতি মাসে (রবিউস সানির ১ তারিখ) চৌকির জেলার দেওগাল উপত্যকায় একটি রেঞ্জার গাড়িকে লক্ষ্য করে বোমা বিস্ফোরণের পাশাপাশি অন্যান্য নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ছিল।

সূত্র আরও জানায়, নিহত পাকিস্তানি খোরাসানি খাওয়ারিজের একজন গুরুত্বপূর্ণ সদস্য ও অপারেশনাল ম্যানেজার এবং তার সাথে নিহত তার বন্ধু তিন মাস আগে পাকিস্তান থেকে আফগানিস্তানে এসেছিল।

Exit mobile version