মালয়েশিয়ায় দাঈশকে সমর্থন ও সন্ত্রাসী উপকরণ রাখার দায়ে দুই বাংলাদেশি গ্রেফতার

আল মিরসাদ নিউজ ডেস্ক

সূত্র আল মিরসাদকে জানায়, জোহর বাহরুতে দুইজন বাংলাদেশি নাগরিককে আজ সেশন কোর্টে তোলা হয়েছে ইসলামী স্টেট (আইএস) নামক সন্ত্রাসী গোষ্ঠীর কর্মকাণ্ডকে সমর্থন এবং এর সঙ্গে সম্পর্কিত উপকরণ রাখার অভিযোগে।

প্রথম আসামি, ৩১ বছর বয়সী মুহাম্মাদ মামুন আলী, ফেসবুক সামাজিক যোগাযোগমাধ্যমে “Sahifulla Islam” নামের অ্যাকাউন্ট ব্যবহার করে দাঈশ সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন দেওয়ার অভিযোগে অভিযুক্ত। এই কার্যক্রম তিনি ২৮ জুলাই ২০২৩ থেকে ৩০ এপ্রিল ২০২৪ সালের মধ্যে করেছেন বলে অভিযোগ আনা হয়েছে।

এই অভিযোগ মালয়েশিয়ার দণ্ডবিধির ধারা 130J(1)(a) এর অধীনে আনা হয়েছে, যা দোষী সাব্যস্ত হলে আজীবন কারাদণ্ড বা সর্বোচ্চ ৩০ বছরের কারাদণ্ড এবং অতিরিক্ত জরিমানার বিধান রাখে।

Exit mobile version