সিরিয়ার জিহাদি গোষ্ঠীগুলো আলেপ্পো শহরে প্রবেশ করেছে

আল মিরসাদ নিউজ ডেস্ক

#image_title

সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের বিরুদ্ধে লড়াইরত জিহাদি গোষ্ঠীগুলো গত তিন দিন ধরে আলেপ্পো শহরের ভেতরে ব্যাপক সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। শুক্রবার এই গোষ্ঠীগুলো শহরে প্রবেশ করে এর বৃহৎ অংশের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আলেপ্পোর পাশাপাশি ইদলিব প্রদেশের কৌশলগত শহর সারাকিবও সরকারবিরোধী জিহাদি গোষ্ঠীর নিয়ন্ত্রণে চলে গেছে।

অভিযানের সময় মুজাহিদরা বেশ কয়েকজন সরকারি সেনা এবং ইরান-সমর্থিত মিলিশিয়াদের আটক করতে সক্ষম হন। পাশাপাশি তাঁরা উল্লেখযোগ্য পরিমাণ সামরিক যান ও অস্ত্রশস্ত্রও জব্দ করেন।

বিশেষজ্ঞদের মতে, এটি সাম্প্রতিক বছরগুলোর মধ্যে বাশার আল আসাদ সরকারের বিরুদ্ধে জিহাদি গোষ্ঠীগুলোর সবচেয়ে বড় অভ্যুত্থান, যা সফলভাবে আসাদ সরকারের দমনমূলক বাহিনীর নিয়ন্ত্রণ থেকে গুরুত্বপূর্ণ অঞ্চল মুক্ত করতে সক্ষম হয়েছে।

প্রসঙ্গত, ২০১১ সাল থেকে সিরিয়ায় বাশার সরকারের বিরুদ্ধে সংঘাত অব্যাহত রয়েছে। তবে ২০১৪ সালে আইএসআইএস উগ্রপন্থীদের উত্থান সিরিয়ার বিপ্লবকে গুরুতরভাবে ব্যাহত করে। এর ফলে জিহাদি গোষ্ঠীগুলো ইদলিব প্রদেশে পিছু হটতে বাধ্য হয়। দীর্ঘ প্রস্তুতি ও পুনর্গঠনের পর সাম্প্রতিক সময়ে সরকারবিরোধী এই গোষ্ঠীগুলো তাদের শক্তি পুনরুদ্ধার করে অভিযান চালাতে সক্ষম হয়েছে।

Abu Jundab Abdullah
Exit mobile version