ইরানে ১৪ দাঈশ সদস্য গ্রেফতার

#image_title

ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, গত কয়েকদিনে বিভিন্ন অভিযানে ১৪ দাঈশ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।

২৩ আগস্ট ২০২৪ তারিখে এই প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে বলা হয় এই লোকগুলিকে ফারস, তেহরান, আলবোর্জ এবং খুজেস্তান প্রদেশ থেকে গ্রেফতার করা হয়েছিল এমন সময় যখন তারা কিছুদিন আগেই কেবল হামলা চালানোর উদ্দেশ্যে অবৈধভাবে ইরানে প্রবেশ করে।

ইরানি কর্তৃপক্ষ এবং গণমাধ্যম এখনো উল্লেখ করেনি কিভাবে ও কোন পথ দিয়ে এই ব্যক্তিরা ইরানে প্রবেশ করেছে। কিন্তু আইএসআইএস-খাওয়ারিজরা এই অঞ্চলে লোকজন স্থানান্তরের জন্য তাদের নেতৃত্বের বর্তমান কেন্দ্র পাকিস্তান রুটকে ব্যবহার করে।

Abu Jundab Abdullah
Exit mobile version