সিরিয়ার দেইর আয-যোর প্রদেশে ধনী ব্যক্তিবর্গ ও কোম্পানিগুলোর কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের ধারাবাহিকতায় দাঈশ সম্প্রতি একটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে।
সিরিয়ার মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, দাঈশ দেইর আয-যোরের পশ্চিমাঞ্চলে আল-কাবার ও আল-জাযারাত গ্রামের মধ্যবর্তী স্থানে ওই ট্যাংকারটিকে লক্ষবস্তু বানায়। এ হামলায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে ট্যাংকারটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
দেইর আয-যোর এমন একটি অঞ্চল, যা অধিকাংশ ক্ষেত্রে কুর্দি মিলিশিয়াদের নিয়ন্ত্রণে থাকলেও সেখানে দাঈশও সক্রিয়। এ প্রদেশে দাঈশ দীর্ঘদিন ধরে ‘অর্থনৈতিক কার্যক্রম’-এর নামে ধনী ব্যক্তি ও তেল কোম্পানিগুলোকে হুমকি দিয়ে চাঁদা দাবি করে থাকে। দাবি পূরণ না হলে তারা এসব ব্যক্তি বা তাদের সম্পত্তির ওপর হামলা চালায়।