সালিম উমার
গতকাল খান ইউনুস শহরের ‘মাওয়াসি’ এলাকায় বাস্তুচ্যুত মুসলিমদের তাঁবুতে ইয়াহুদি বাহিনী বিমান ও ট্যাঙ্ক বোমা হামলা করে। এর ফলে ৭১ জন শহীদ এবং প্রায় ৩০০ জন আহত হয়।
মুসলিমদের উপর ইসরায়েল সরকারের হত্যাযজ্ঞ এমন এক সময়ে অব্যাহত রয়েছে যখন বিশ্বে দুই বিলিয়নেরও বেশি মুসলিম রয়েছে।
মুসলিমদের সামরিক ও গোয়েন্দা শক্তি থাকা স্বত্বেও কয়েক লাখ ইয়াহুদির বিরুদ্ধে গাযযার মুসলিমর ইজ্জত রক্ষা করতে পারছে না। *আজ গাযযা এক বড় ট্র্যাজেডির নাম, যা ইতিহাস জুড়ে মুসলিম সরকারদের কপালের কলঙ্ক হয়ে থাকবে।
গাযযা আজ জ্বলছে এমন এক সময়ে, যখন লক্ষ লক্ষ মুসলিম তরুণ মাতাল, অজ্ঞাত ও ভোগ বিলাসিতায় মত্ত! গাযযা শোকে মুহ্যমান! গাযযা সমগ্র উম্মাহর বোঝা নিজের কাঁধে বহন করছে দিনের পর দিন। গাযযাই কেবলমাত্র নিপীড়কদের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে এবং তারাই বিজয়ী হবে, ইনশাআল্লাহ।
গাযযা মুসলিম উম্মাহর জন্য গৌরব ও সম্মানের পথ প্রশস্ত করেছে, আল্লাহ না করুন যদি গাযযা ব্যর্থ হয় তবে এটি প্রকৃতপক্ষে দুই বিলিয়ন উম্মাহর ব্যর্থতা হিসেবে ধর্তব্য হবে।