ইসলামি ইমারাত আফগানিস্তানের একজন মুখপাত্র আজ জানিয়েছেন যে, ঘোর প্রদেশের রাজধানী ফিরোজকোহ শহরের উপকণ্ঠে নিরাপত্তা বাহিনীর অভিযানে দুই আইএসআইএস যোদ্ধা নিহত হয়েছে।
যাবিহুল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে বলেছেন যে, রবিবার (১৭ রবিউস সানি/২১ অক্টোবর) ফিরোজকোহ শহরের মারকোহা এলাকায় অভিযান চালানো হয়। ফলে স্থানীয় খারিজী নেতা এক সহযোগীসহ নিহত হয়। এবং সেই দলের অন্য সদস্যদের জীবিত বন্দী করা হয়।
মুজাহিদ আরও বলেন, এই দলটিই গত রবিউল আউয়াল মাসের ৯ তারিখে ঘোর এবং দাইকুন্দির মাঝখানের এক সড়কে ১৪ জনেরও বেশি লোককে হত্যা করেছিল। তারা কাবুল ও বামিয়ান হামলার সাথেও জড়িত ছিল।
যাবিহুল্লাহ মুজাহিদ আরো একবার আল মিরসাদের প্রতিবেদনের সত্যতা উল্লেখ করে বলেন যে, গোষ্ঠীটি সরাসরি বেলুচিস্তান আইএসআইএস কেন্দ্রের অধীনে ছিল এবং সেখান থেকেই দিকনির্দেশনা পাচ্ছিল।