আইএস একটি মহামারির নাম

[নবম পর্ব]

#image_title

আবু হাজার আল কুরদী

 

দাঈশ মিথ্যা প্রতিশ্রুতি ও প্রপাগাণ্ডার মাধ্যমে অনেক আলাভোলা মুসলিমদের নিজেদের সাথে রক্তস্নানে যুক্ত করেছে এই অজুহাতে যে, সিরিয়ার জিহাদি সংগঠনগুলি ইসলামের আওতার বাইরে চলে গেছে। দাঈশ তাদের বিরুদ্ধে বিভিন্ন গুজব ছড়িয়েছে। এভাবে দাঈশ প্রকৃত মুজাহিদদের সম্পর্কে সন্দেহ ও সংশয় ছড়াতো যাতে তারা ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে অত্যাচার ও বর্বরতা অব্যাহত রাখতে পারে।

২০১৪ সালের জানুয়ারিতে আইএসআইএস তাদের পূর্ব ও পশ্চিম প্রভুদের সাথে চুক্তি করে সিরিয়ায় মুজাহিদীনদের দখলে থাকা রাক্কা শহরের উপর নিয়ন্ত্রণ লাভ করে ভয়াবহ সহিংসতার ইতিহাস সৃষ্টি করে।

 

রাক্কা

রাক্কা প্রদেশের রাজধানী মাকাম রাক্কা সিরিয়ার একটি কেন্দ্রীয় শহর, যা উত্তর-পূর্ব সিরিয়ায় ফুরাত নদীর তীরে অবস্থিত।

আদমশুমারি অনুসারে রাক্কার জনসংখ্যা দুই লাখ বিশ হাজার চারশত আটাশি (২২০,৪৮৮) জন। এটি সিরিয়ার ষষ্ঠ বৃহত্তম শহর। এখানকার জনসংখ্যার অধিকাংশই সুন্নি।

 

রাক্কা শহর দখল করার পরে দাঈশ এটিকে তাদের রাজধানী হিসাবে ঘোষণা করে। তারপরে শুরু হয় নৃশংসতার ঝড়। দাঈশ কর্মীরা মুজাহিদীনদের সমর্থকদের অলিগলি আর রাস্তার মোড়েতে হত্যা করে ফেলে রাখে এবং তাদের বাড়িঘরে হামলা শুরু করে। সিরিয়ার মানুষ তাদের নৃশংসতায় আতঙ্কিত হয়ে পড়ে এবং ঘরে ঘরে শোকের ছায়া নেমে আসে।

রাক্কা শহর দখলের পর তাদের বিশ্বাসঘাতকতা ও ইসলাম বিদ্বেষ আরও স্পষ্ট হয়ে ওঠে। মুসলিমদের সিরিয়ায় গণহত্যা তারা এমনভাবে উদযাপন করত যেন কাফেরদের কোনো দেশ বা শহর জয় করেছে।

রাক্কা শহর তারা এমন সময় দখল করেছিল যখন মার্কিন সমর্থিত কুর্দি ডেমোক্রেটিক পার্টি রাক্কা শহর দখলের পরিকল্পনা করে বারবার মুজাহিদীনদের আক্রমণ করার চেষ্টা করেছিল, তবে তারা তা করার সাহস পায়নি। কিন্তু যখন আইএসআইএস রাক্কা শহর দখল করে, তখন কুর্দিশ ডেমোক্রেটিক পার্টিও মুজাহিদীনদের ওপর হামলা করার সাহস পেয়ে বসে।

চলবে….

Abu Jundab Abdullah
Exit mobile version