ইরাকের জাতীয় নিরাপত্তা পরিষেবা (INSS) গতকাল শনিবার জানিয়েছে যে, কিরকুক প্রদেশে পরিচালিত একটি অভিযানে আইএসআইএসের একটি নেটওয়ার্ক ধ্বংস করা হয়েছে এবং কুর্দিস্তানের আইএসআইএস আমীর আযাদ সাখিকে জীবিত আটক করা হয়েছে।
সরকারি ইরাকি সংবাদ সংস্থার মতে, এই অভিযান সুলায়মানিয়াহ শহরে পরিচালিত হয়। এতে সাত সদস্যের একটি আইএসআইএস দলকে নিষ্ক্রিয় করা হয় এবং কুর্দিস্তানের খাওয়ারিজদের আমীর আযাদ সাখিকে জীবিত আটক করা সম্ভব হয়।
উল্লেখ্য, ইরাককে আইএসআইএসের বিদ্রোহের জন্মভূমি হিসেবে বিবেচনা করা হলেও বর্তমানে এটি আইএসআইএস সদস্যদের অভ্যন্তরীণ গুপ্তচরবৃত্তি এবং দমন কার্যক্রমের কেন্দ্রস্থল হয়ে উঠেছে, যেখানে প্রতি মাসে বহু সদস্য আটক বা নির্মূল হচ্ছে।