সিরিয়ান শাসকগোষ্ঠী তিনজন দাঈশ সদস্যকে হত্যার পাশাপাশি অপর চারজনকে জীবিতাবস্থায় গ্রেফতার করেছে

আল মিরসাদ নিউজ ডেস্ক

সিরিয়ান নিরাপত্তা বাহিনী আলেপ্পো শহরে দাঈশের একটি আস্তানায় অভিযান চালিয়েছে। অভিযানে তিনজন দাঈশ সদস্য নিহত হয় এবং আরও চারজনকে জীবিত অবস্থায় আটক করা হয়।

শামের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানায় যে, উক্ত অভিযানটি গত সপ্তাহে আলেপ্পো শহরে সংঘটিত হয় এবং অভিযানে দাঈশের গোপন আস্তানা থেকে অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য ও একটি আত্মঘাতী বোমা-বেষ্টনীর জ্যাকেট উদ্ধার করা হয়।

বিবৃতিতে আরও বলা হয় যে, উক্ত দাঈশ ঘাঁটিটি ধ্বংসাত্মক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে লিপ্ত ছিল এবং তারা ভবিষ্যতে আরও সন্ত্রাসী আক্রমণের জন্য পরিকল্পনা প্রণয়ন করছিল।

এ কথা প্রাসঙ্গিক যে, গত বছরের ডিসেম্বরে যখন বাশার শাসনের অবসান ঘটে, সেই মুহূর্তেই দাঈশ তাদের ঘোষণায় জানিয়ে দিয়েছিল যে, তারা নবপ্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে তাদের সংঘর্ষ অব্যাহত রাখবে। তথাপি, নতুন সরকারের ধারাবাহিক অভিযানে ইতোমধ্যেই তাদের অসংখ্য সদস্য নিহত কিংবা জীবিত অবস্থায় গ্রেফতার হয়েছে।

Exit mobile version