সোমালিয়ার পন্টল্যান্ড অঞ্চলে দাঈশ ক্রমাগত তাদের ঘাঁটি থেকে পালিয়ে যাচ্ছে

আল মিরসাদ নিউজ ডেস্ক

২০২৪ সালের শেষ প্রান্ত থেকে লক্ষ্য করা যাচ্ছে যে, সোমালিয়ার পন্টল্যান্ড অঞ্চলের নিরাপত্তা বাহিনী দাঈশ-বিরোধী ব্যাপক অভিযান শুরু করেছে। এর ফলে এখন পর্যন্ত ৩৫০ কিলোমিটারেরও অধিক এলাকা দাঈশের কবল থেকে মুক্ত করা হয়েছে এবং শত শত দাঈশ যোদ্ধা নিহত বা আহত হয়েছে।

পন্টল্যান্ডের নিরাপত্তা বাহিনী ২০২৫ সালের ফেব্রুয়ারির শেষদিকে জানিয়েছিল যে, ‘কালাবির’ ও ‘যাসান’ অঞ্চলগুলো সাফ করার পর এই অভিযান তৃতীয় ধাপে প্রবেশ করেছে। তাদের ভাষ্যমতে, বর্তমানে তাদের প্রধান মনোযোগ ‘আল মিসকাদ’ পর্বতমালায় অবস্থিত দাঈশের সদর দফতর এবং ‘মিরালি’ উপত্যকার অবশিষ্ট আস্তানাগুলো নির্মূল করার দিকে।

এখনও পর্যন্ত দাঈশের প্রাণহানির সুনির্দিষ্ট পরিসংখ্যান প্রকাশ করা হয়নি, তবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্য এবং দাঈশ সংশ্লিষ্ট উৎসের ইঙ্গিত থেকে প্রতীয়মান হয় যে, কেবল স্থানীয় দাঈশই নয়, বরং সেই সকল বিদেশি যোদ্ধারাও গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা দাঈশের ভ্রান্ত প্রচারণায় বিশ্বাস করে সোমালিয়ায় হিজরত করেছিল।

সোমালিয়ায় অবস্থানরত দাঈশ শাখাকে তাদের সবচেয়ে শক্তিশালী শাখা হিসেবে গণ্য করা হয়। এমনকি, এখানকার দাঈশ সদস্যরা স্থানীয় জনগণ ও ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক আদায় করা অর্থ অন্যান্য কথিত ‘ওয়িলায়েত’ সমূহে পাঠিয়ে থাকে।

বর্তমানে সোমালিয়ার এই দাঈশি খারেজিরা পন্টল্যান্ড, আমেরিকা ও সংযুক্ত আরব আমিরাতের যৌথ অভিযানের মুখোমুখি হয়ে পরপর পরাজয়ের সম্মুখীন হচ্ছে। বিপরীতে আল কায়েদাপন্থী ‘আশ শাবাব’ আন্দোলন সোমালিয়া, আমেরিকা ও তুরস্কের সম্মিলিত চাপ সত্ত্বেও অগ্রগতির পথে রয়েছে এবং তারা ইতোমধ্যেই সোমালিয়ার রাজধানী মোগাদিশুর নিকটবর্তী অঞ্চলে পৌঁছে গেছে।

Exit mobile version