আইএসের হয়ে হামলা চালানোর অভিযোগে যুক্তরাষ্ট্রে এক পাকিস্তানি নাগরিককে গ্রেফতার করা হয়েছে

আল মিরসাদ নিউজ ডেস্ক

#image_title

মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ গত পরশু (শুক্রবার) সংবাদ প্রকাশ করেছে যে, আইএসআইএসের সমর্থনে হামলা চালানোর অভিযোগে একজন পাকিস্তানি নাগরিককে গ্রেফতার করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে— কানাডায় বসবাসকারী ২০ বছর বয়সী পাকিস্তানি নাগরিক মুহাম্মাদ শাহযেব খান জাদুন যুক্তরাষ্ট্রে আসার পর অক্টোবরে নিউইয়র্ক সিটিতে হামলা চালানোর পরিকল্পনা করেছিল।

উল্লেখ্য, তাজিকিস্তানের পর পাকিস্তানই সেই দেশ; যার নাগরিকদের বেশিরভাগই আইএস-খাওয়ারিজ দ্বারা বিদেশে হামলার জন্য নিয়োগ করা হয়।

Exit mobile version