আল মিরসাদের সূত্র জানিয়েছে, নিরাপত্তা বাহিনী বাদাখশান অঞ্চলে সেই সন্দেহভাজনদের আস্তানাকে লক্ষ্য করে অভিযান পরিচালনা করেছে, যারা তাজিকিস্তানে চীনা নাগরিকদের ওপর সংঘটিত হামলার সঙ্গে জড়িত ছিল। নিরাপত্তা সূত্রের বরাতে জানা যায়, গতরাতে (২৬ জুমাদাল আখিরাহ/১৭ই ডিসেম্বর) ইসলামী ইমারাত আফগানিস্তানের বিশেষ বাহিনী ফায়যাবাদের একটি এলাকায় অবস্থিত ওই আস্তানায় অভিযান চালায়, যেখানে চীনা নাগরিকদের ওপর হামলায় জড়িত কয়েকজন সন্দেহভাজন অবস্থান করছিল।
সূত্র জানায়, অভিযানের ফলস্বরূপ একজন কাঙ্ক্ষিত ব্যক্তিকে অস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জামসহ জীবিত আটক করা হয়েছে। সূত্র আরও জানায়, হামলা সংক্রান্ত প্রাথমিক তদন্ত এবং আটক ব্যক্তির প্রাথমিক স্বীকারোক্তি থেকে প্রতীয়মান হয় যে, হামলার পরিকল্পনা আফগানিস্তানের বাইরে করা হয়েছিল। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।



















