বামিয়ানের কেন্দ্রস্থলে বিদেশী পর্যটকদের উপর হামলার নতুন বিবরণ:

#image_title

আল মিরসাদ একটি নিরাপত্তা সূত্র থেকে তথ্য পেয়েছে যে, বামিয়ানের কেন্দ্রে বিদেশী পর্যটকদের উপর আক্রমণকারীকে তার এক হাত আহত অবস্থায় গ্রেফতার করা হয়েছে।

বামিয়ানের কেন্দ্রস্থলের গুয়ারেহ এলাকার বাসিন্দা কানবার আলীর (হাজারা উপজাতির অন্তর্গত) ছেলে সারোয়ারকে বিদেশী পর্যটকদের উপর হামলার মূল চরিত্র হিসেবে বামিয়ানের কেন্দ্রস্থলে গ্রেফতার করা হয়। উক্ত হামলার পর সে কোথাও লুকিয়ে ছিল নিরাপত্তা বাহিনী সেখানে পৌঁছালে সে পালানোর চেষ্টা করে এবং নিরাপত্তা বাহিনীর মুজাহিদীনগণ তাকে গ্রেফতার করে।

নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে সে আহত হয়েছে বলে জানা গেছে এবং তার আস্তানা থেকে একটি কালাশনিকভ ও কয়েক ম্যাগাজিন গুলি উদ্ধার করা হয়েছে।

নিরাপত্তা সূত্র আরও জানিয়েছে যে, একটি দেশের গোয়েন্দা সংস্থার সাথে তার যোগসূত্রের কারণে সে দীর্ঘদিন ধরে সন্দেহের মধ্যে ছিল এবং তিন মাস আগে নিরাপত্তা বাহিনী তাকে তিন দিনের জন্য আটকও করেছিল।

নিরাপত্তা সূত্রের মত ও বিশ্লেষন হলো এই হামলার পরিকল্পনা করেছিল একটি বিদেশী গোয়েন্দা সংস্থা আর এই গোয়েন্দা সংস্থার এই ধরনের সন্ত্রাসবাদের অনেক অভিজ্ঞতা রয়েছে।

এই আক্রমণের বিভিন্ন উদ্দেশ্য থাকতে পারে।

 

Abu Jundab Abdullah
Exit mobile version